একতারাটা তুমি বহুকাল বাজাওনি। পথ ভুলেছে বেশকিছু ভুল সুর। আমার বাউল পাগল হল, তোমার সুরের খোঁজে। লালধুলোর এই পথে, ঠিকানা বহুদুর।।
জন্মান্তরের খবর আমি আজও রাখিনি। জানি তবু, জন্মেছ কোনও আউল-বাউল ঘরে। রোদ পোয়ানো চুলের ফাঁকে আজও, আমার স্বপ্ন তোমায় চুরি করে।।
একতারাটা তুমি বহুকাল বাজাওনি। আমি আজও খুঁজি, তোমার মেঠো গান। বাউলিনী... আমি তোমার কাছে যাব। তোমার সুরে পেয়েছি আজ, অচিনপুরের টান।।