আজও ছড়িয়ে আছে ক'টা শিউলি ফুল, অচেনা ভোরের ঘাসে। হালকা হিমের চেনা ছোঁয়া লেগেছে, ওদের বিষাক্ত নিঃশ্বাসে... খুব আলতো। তোমার লেখা শেষ চিঠিটা পেয়েছি, সুদুর মেঘপিয়নের দেশে। পরজীবী বাঁধন আলগা হল, তোমায় ভালবেসে... জানি, কাল তো!
নদীর ধারে মাথা দোলায় কাশফুলের দল। সত্যজিতবাবুর অপু-দুগ্গা, প্রথমবার ট্রেন দেখতে চল... ভাবনা হাজার। দুগ্গা ঠাকুর এলো আবার, একটা নতুন বছর পরে। আমার দুগ্গা আজও, বাবুদের বাড়িতে কাজ করে... বাসন মাজার!
আজও ছড়িয়ে আছে ক'টা শিউলি ফুল, অচেনা ভোরের ঘাসে। আমার দুগ্গা মুক্তি খোঁজে অজানা উল্লাসে... তবু পায় না। তোমার লেখা শেষ চিঠিটা পেয়েছি, সুদুর মেঘপিয়নের দেশে। ছোট্ট দুগ্গা বাঁচতে চেয়েছিল, কাজের অবশেষে... আজ আর চায় না!