মানবতা আজ নিভৃত্তে কাঁদে
বিচারের বাণী নিয়ে ।
গণতন্ত্র আজ ভূ-লুন্ঠিত
আছে তা কাগজে কলমে ।
রক্ষক আজ হয়েছে ভক্ষক
তনু মিতু ফেলানী আর বিশ্বজিদের স্বজনরা কাঁদে ।
বিনা বিচারে মানুষ হত্যা
রুপ নিয়েছে তা কালচারে ।
প্রতিবাদের ভাষা হারিয়ে গেছে
প্রহসন আর গুলির আঘাতে ।
মানুষ নাকি পশু ওরা
জড়িয়েছি বাদানুবাদে ।
ধিক, ধিক তাদের, যারা মারছে মানুষ
মানবতাকে হেয় করে ।