ইচ্ছে ঘুড়ির রং সে তো মনের মতন
যার নেইতো কোন দেশ
যা স্বপ্ন গড়ে মনের মাঝে ছড়াবে আবেশ ।
ইচ্ছে ঘুড়ির ডানা নেইকো সীমানা
রঙ্গীন স্বপ্ন সাজাতে তাই নেই কো মানা ।
স্বপ্ন আছে বলে মানুষ বেঁচে আছে
স্বপ্ন ছাড়া মানুষ বল কিভাবে বাচে ।
কাঁনা ছেলের নাম যে পদ্মলোচন হয়
ছিন্নমূলের ঘরে আবার আমিরের জন্ম হয় ,
ভিখারির ঘরে তাই স্বপ্নে রাজকুমারী রয় ।