নির্ঘুম রাতে মনেপরে তোমাকে
হারিয়ে যাবো ব্যদনার চোরাবালিতে
তুমি বীনা কেহ পারবেনা বাচাঁতে
হারিয়ে যাবো জীবন থেকে ।
ব্যদনার দহনে জ্বলেপুড়ে মরছি
জানবেনা কেহ বুজবেনা কেহ
কলিতেই ঝড়ে যাবে প্রাণহীন দেহ ।
নিষ্ঠুর নিয়তি এভাবে আমায়
উপহাস করবে জানতো কে হায়,
যখন লিখেছেন বিধী ভাগ্য আমার,
দুঃখ কি ছিলনা একটু্ আর  
নইলে কি এমন করে,
চোরাবালির পরে
শক্ত করে কি কেউ ঘর বাঁধে হায় ।