আকাশ আমায় কাছে টেনে নেয় এক অপূর্ব মায়ায়
অরুণোদয়ের আর অপরাহ্নের আকাশ কত সুন্দর!  
তবে গোধূলির বর্ণিল আকাশের মত আর কিছু নেই।
এমন মায়াবী তার কনকপ্রভা, এমন নিঃশব্দ প্রস্থান    
কখনো মনকে করে তোলে উদ্বেলিত, কখনো বিষণ্ণ।    


তাই মাঝে মাঝে অকারণেই এসে পশ্চিম জানালার    
গ্রীল ধরে ঠায় দাঁড়িয়ে দেখি মেঘমেদুর দিগন্তরেখা।    
দেখি পাখিদের ঘরে ফেরা আর দিগন্তে ছড়িয়ে পড়া  
সোনালী আলোয় রাঙানো মেঘপুঞ্জের আবীর খেলা।
গ্রীলের এপাশ থেকে দেখি ওপাশের অনন্ত বিস্তীর্ণতা।
  
শরতের আকাশে চাঁদ লুকোচুরি খেলে মেঘের সাথে,
এক অপূর্ব স্নিগ্ধতায় জ্যোৎস্না স্নাত সাদা মেঘের দল
স্নান সেরে নেয় হেসে খেলে, অষ্টাদশী তরুণীর মত।
সুদূর অট্টালিকার ছাদে ছাদে দাঁড়িয়ে দেখতে থাকে
কিছু চন্দ্রমোহিত চোখ, জন্ম হয় কিছু স্নিগ্ধ কবিতার।  


ঢাকা
২১ সেপ্টেম্বর ২০১৮
সর্বস্বত্ব সংরক্ষিত।