কে কী ভাবছে, ভাবুক!
তুমি তো জানই, আমি তোমাকেই ভাবি,
এখনও ভাবছি। প্রতিটি পদক্ষেপে হয়তো
তোমার নাম নেয়া হয় না, কিন্তু হৃদয়ের প্রতিটি স্পন্দন  
লুবঢক, লুবঢক করে রেখে যায় একটি অবোধ্য উচ্চারণ
সে তোমারই নাম, তা যে আমি জানি, তুমিও তো জানো!


কে আমায় দেখছে, কিংবা দেখছে না-  
তা নিয়ে আমার কোন মাথাব্যথা নেই।
দৃষ্টি মাটির দিকে কিংবা যেদিকেই রেখে চলিনা কেন,
আমি জানি, তুমি আছো আমার সাথে- সামনে, পেছনে,
ভেতরে, বাইরে, বহমান রক্ত কণিকায়, মস্তিষ্কে ও মননে।
আর তা জানি বলেই, আমার আর কোন ভয় নেই, ভয় নেই!
  


ঢাকা
১৯ ফেব্রুয়ারী ২০১৮  
সর্বস্বত্ব সংরক্ষিত।