কখনো বলি সমান্তরাল,
কখনো প্যারালাল;
যাই বলি না কেন,
যে নামেই ডাকি-
একটাই অর্থ বুঝে থাকি,
পথটা তাদের শৃঙ্খ্লায় বাঁধা,  
অনন্ত সে পথে নেই কোন ধাঁধা।  
সোজা কিংবা বাঁকা যেভাবেই চলুক,
ডানে কিংবা বাঁয়ে যেদিকেই হেলুক,
সে শৃঙ্খ্লায় নেই সামান্যতম ফাঁকি!    


সমান্তরাল বা প্যারালাল
চলে দিনে রাতে সকাল বিকাল,  
একে অপরের সাথী হয়ে চিরন্তন,
সংস্পর্শহীন বয়ে যায় তাদের জীবন।  


ঢাকা
২৬ অগাস্ট ২০২০