আমাদের দিনলিপি তে
বসলো এসে আসন পেতে
ভিন দেশী এক শব্দ জোড়া
শুধু নতুন তো নয়, আনকোরা!
কি কঠিন যে তার উচ্চারণ,
‘হোম কোয়ারেন্টাইন’? বিলক্ষণ!


বাসায় থেকো, বের হয়ো না,
কাজ-কম্ম নেই? তা ভেবো না,
কম্প্যু নিয়ে বসে যাও,
হেডফোনটা কানে লাগাও।


এ্যাপস ট্যাপস সব বোঝ তো?
হ্যাঁ ওসব ঝাঁপি নামিয়ে নাও,
বাসায় বসে দরজা সেঁটে
এবার অফিস-কাজে মন বসাও!  


কেমন ভাইরাস ‘করোনা’,
না কামড়ালে বুঝবে না,
একটুখানি শ্বাসের তরে
দিনে রাতে সব প্রহরে
যখন নিত্য তুমি যুঝবে,  
কেমন এমন মারণ ব্যাধি
বুঝবে, তখন সেটা বুঝবে!  


রাতে দিনে অষ্ট প্রহর
মুখ, নাক আর চক্ষু কোটর  
চুলকানো আর চলবে না,
রুখতে হলে ‘করোনা’।


করবে না আর যখন তখন
কারো সাথে কর-মর্দন,
আপন বদন ছুঁতে হলেও,
সাবান দিয়ে হাত না ধুয়ে,
যত্র তত্র ছোঁবে না।


এ আজ্ঞাটুকু পালন করো,
হেলা ফেলা করো না।  
স্মরণ রেখো, সেঁটে থেকে
নাঙ্গা তোমার হাত দুটোতে
চুপি চুপি দেখছে তোমায়
ঘাতক ব্যাধি ‘করোনা’।  


বৈশাখের এ প্রথম দিনে  
ভাবছি বসে এটাই নিয়ে,
ঘরে বসে পালন করে
আজ্ঞা আদেশ যত,  
তুমি আমি সবাই মিলে  
রুখে দেব ঐক্যবলে  
আছে যত মহামারী  
ঐ করোনার মত।  


ঢাকা
পহেলা বৈশাখ, ১৪২৭
১৪ এপ্রিল ২০২০