অবশেষে লোকটা মরেই গেলো!
যে অসাড় দেহটার নাকে গোঁজা তুলো
সেতো সকল প্রত্যাশার ঊর্ধ্বে এখন।
মুদিত চোখে পড়ে আছে, স্পন্দনহীন,
শুরু হলো তার অপেক্ষা, অন্তহীন!


যারা তার পাশে এসে ভিড় জমাচ্ছে,
একে ওকে সরিয়ে সুর করে কাঁদছে,
অথবা ইতিউতি তাকিয়ে চোখ মুছছে,
কে জানে, নাকি তাদেরই কারো কারণে,
চলে গেলো লোকটা বুকভরা অভিমানে!


কেউ জানবেনা তার বুকে কী ছিলো,
কার প্রতি কতটুকু ভালোবাসা ছিলো,
কতটা দুঃখ হতাশা নিয়ে কাটালো জীবন,
শুধু স্বপ্ন দেখে বাড়িয়েছে জ্বালা অকারণ,
অবশেষে শান্তি পেলো জড়িয়ে মরণ!


ঢাকা
০২ জুন ২০১৫
স্বর্বস্বত্ব সংরক্ষিত।