দখিনের জানালাটা খোলাই থাকে।
কখনো বিছানায় শুয়ে, আবার কখনো
বিছানার ধারে রাখা কাউচে বসে থেকে
নীলাকাশে ভাসতে থাকা নরম দলছুট
সাদা মেঘের আনাগোনা দেখতে থাকি।


বিকট গর্জনে ভেসে যায় এক উড়ন্ত প্লেন,
একটি প্রতিকী পতাকা লেজে তার আঁকা।
উড়তে উড়তে সেটি হুট করে ঢুকে যায়  
ভাসমান একটা মেঘের দ্বীপের ভেতর।
ভেতরে তার মেঘবালিকাদের আনাগোনা।


একটু পরেই আবার ওটা বেরিয়ে আসে
মেঘ ভেদ করে। আমি নিঃশব্দে নির্নিমেষ  
তাকিয়ে দেখি যতক্ষণ, যতদুর দেখা যায়,
ঐ দূর নীলিমায়।  যেতে যেতে অবশেষে
ওটা বিন্দু হয়ে হারিয়ে যায়, এক সময়।


গতির পিছু ধাওয়া করার সাধ্য আমার নেই।
মনটা পিছু নেয়, তাই গতিময় কিছু দেখলেই!


ঢাকা
০৬ ফেব্রুয়ারী ২০১৩
সর্বস্বত্ব সংরক্ষিত।