কভিড লিমেরিক


(১)
জ্বলছে চিতা, ভরছে ক্ববর,
এক এক করে, রাত দিনভর,
বেসামাল দেশ
শান্তি নিঃশেষ,
ভাগ্যের উপর মানুষ নির্ভর।


(২)
নাক দিয়ে টান দেয়া, এটুকুই কাজ,
বায়ুতে করছে যে অক্সিজেন বিরাজ,
সেটাই চলে যায়
ফুসুফুসের খাঁচায়
সে টানটুকু দিতেও, নাকটা নারাজ!  


(৩)
করোনার দংশনে যারা মারা যায়,
তাদের পরিজনরা হায় কত অসহায়,  
কেউ লাশ ছোঁবে না
গোসলটাও দেবে না
জানাযায় আসা লোক হাতে গোনা যায়!



ঢাকা
০৬ মে ২০২১