মন---
কখনো প্রফুল্ল, পুলকিত,
কখনো বিষণ্ণ  ব্যথিত,
দুটো মনই কবিতার প্রসূতি।


চোখ---
কখনো সুদূরে প্রসারিত,
কখনো একান্তে মুদ্রিত,
দুটোতেই কবিতার উপস্থিতি।


ঢাকা
২৫ মে ২০১৫
স্বর্বস্বত্ব সংরক্ষিত।