মুনি ঋষি ছাড়া একাকীত্ব কেউ উপভোগ করেনা।
আমি মুনি ঋষি নই, কোন ধ্যানমগ্ন বিজ্ঞানীও নই,
যারা হাজার মানুষের ভীড়েও একাকীত্ব বোধ করে,
আমি তাদের দলেও নই। বরং আমি যদিও কখনো
একলা হয়ে পড়ি, তখন প্রিয়মুখদের খুঁজতে থাকি,
আমার কল্পিত ভাবনায়, চাই তাদের একান্ত সান্নিধ্য।


কাউকে না পেলে আমি বিকশিত পুষ্পের হাসি দেখি,
শূন্য মেঘের বুকে উড়ন্ত প্লেনের হারিয়ে যাওয়া দেখি,
গাছ গাছালির ডালে বসে থাকা পাখির কলতান শুনি,
ফেসবুকের পাতায় ভেসে থাকা তোমাদের ছবি দেখি,
বিচিত্র সব হাসি-ঠাট্টা-কৌতুকের খুনসুটির কথা পড়ি।  
এর পরেও কি সম্ভব আমার, একাকীত্ব বোধ করা?


ঢাকা
১১ মার্চ ২০১৫
সর্বস্বত্ব সংরক্ষিত।