অনিমেষ একটি নামের দিকে তাকিয়ে থাকে, অনিমেষ!  
যখনই সে নামটির দিকে তাকায়,
চোখ ফেরাতে পারে না।
তিন অক্ষরের একটি সাধারণ নাম
আজ তার কাছে এত প্রিয়, এত কাঙ্ক্ষিত!  


কিন্তু কতই না মামুলি নাম সেটা,
তুমি সে নামে পরিচিত না হলে
সেটা যেখানেই দৃশ্যমান থাকুক,
অনিমেষের নজর কাড়তো না।  
অথচ আজ নামটাকে সে যেখানেই দেখে-  
সযতনে কুড়িয়ে নিয়ে পকেটে তুলে রাখে,
পরে নিভৃতে নেড়ে চেড়ে স্পর্শ করে দেখে,
তার অভ্যন্তরে তুমি লুকিয়ে আছো কি না।


শুধু তোমার কারণে
অনিমেষের প্রাণ চঞ্চল হয়ে ওঠে,
সে নাম উচ্চারণে।  
শুধু তোমার কারণে তার আঁখি দীপ্ত হয়ে ওঠে,
সে নাম দর্শনে।  


ঢাকা
২৬ মার্চ ২০২১