তুমি তখন মগ্ন ছিলে ক্যান্ডি ক্রাশের খেলাটাতে,
দৃষ্টি তোমার বাঁধা ছিলো সেলফোনের ঐ পর্দাটাতে।
শুয়ে শুয়ে খেলতে খেলতে ঘুমের ঘোরে চশমাটাকে
চোখে রেখেই ঘুমিয়ে গেলে, সেলফোনটা বুকে রেখে।


ফোনটা থেকে স্ক্রীনের আলো মুখে তোমার পড়েছিলো
শব্দ করেই যাচ্ছিলো সব আসতে থাকা বার্তা গুলো।
তুমি ঘুমের ঘোরে আলতো করে নক্সীকাঁথা টেনে নিলে,
উদোম র’লো পায়ের পাতা, দেখলে না তা চক্ষু মেলে।


ইচ্ছে হলো সুড়সুড়ি দেই উদোম থাকা পায়ের পাতায়,
ঘুম না হবার দোষটা যদি চাপাও তুমি আমার মাথায়!
তাই সুড়সুড়ি আর হয়না দেয়া রেগে যাবে সেই ভয়েতে,
বরং কাঁথাটাকেই একটু টেনে দিলেম ঢেকে পা দু’টোকে।


ঢাকা
১৪ নভেম্বর ২০১৫
সর্বস্বত্ব সংরক্ষিত।