হে গোয়েবলস,
যারা তোমার অভিশপ্ত দুরাত্মাকে
আমন্ত্রণ করে এনেছে এ মাটিতে
ইথারে বেতারে কাগজে মগজে
ছড়াচ্ছে তোমার দীক্ষিত বাণী,
তাদেরে তুমি দীক্ষা দাও, দীক্ষা দাও!


তারা যেন অচিরেই বুঝতে পারে,
যেমন তুমি পেরেছিলে শেষ সময়ে,  
যখন রাইন পেরিয়ে এগোচ্ছিল মিত্রবাহিনী  
তারাও যেন মানে তোমার শেষ কাহিনী।


তাদেরে তুমি দীক্ষা দাও, তারাও যেন
তোমার মতই আত্মাহুতির অনল খোঁজে,
তুমি যেমন খুঁজেছিলে,
পঁয়তাল্লিশের পয়লা মে'তে।


ঢাকা
০৬ জানুয়ারী ২০১৫
সর্বস্বত্ব সংরক্ষিত।