এক সারি ফিঙে পাখি
বসে আছে পাশাপাশি
টেলিগ্রাফ তারে।
আমরা দু'জনা
হয়ে একমনা
চলেছি সফরে।


হঠাৎ কথায় কথায়
কি হলো তোমার মাথায়
বন্ধ হয়ে গেল সব কথা।
তুমি আমি পাশাপাশি
দু'জনেই বসে আছি,
যেন নীরবে বসাটাই প্রথা।


ফিঙের রঙের মতো
কাল মেঘ আছে যতো
বসেছে তোমার মুখে এসে।
সব মেঘ গেল উড়ে
যখন উঠলে নড়ে  
হঠাৎ মুচকি একটু হেসে!



ঢাকা
১৮ অগাস্ট ২০১৫
সর্বস্বত্ব সংরক্ষিত।