তুমি যদি মানবী হতে,
কত মানুষ তোমাকে ধরার জন্য,
ছোঁয়ার জন্য,
তোমার পিছু নিত, পিছু পিছু দৌড়াত!
তুমি তবু টুকটুক করে এগিয়ে যেতে,
মানুষ ভাবতো,
তুমি হাঁটছো, তাই-
একটু দৌড়ে গেলেই তো তোমাকে ধরা যাবে!
কিন্তু পরে তারা ঠিকই বুঝতে পারতো,
তুমি অধরা, অনতিক্রম্য।


তুমি মানবী নও,
তবুও মানুষ এখনো তাই ভাবে।
এখনো তারা তোমার পিছু পিছু দৌড়ায়।
তোমাকে ধরতে চায়,
অতিক্রম করতে চায়,
কচ্ছপের পেছনে খরগোশ যেভাবে দৌড়ায়,
সেভাবে কিছুটা এগিয়ে বিশ্রাম নেয়।  
কিন্তু তারা তোমাকে অতিক্রম করতে পারেনা।
তুমি চলে যাও, তাদেরকে পিছু ফেলে,
তারা মুখ থুবড়ে পড়ে থাকে।


মেলবোর্ন, অস্ট্রেলিয়া    
০৯ জুলাই ২০২২