ঝুলে থাকে সে ঝুলে থাকা একটি পাতায়,
কিংবা কখনো নিশ্চুপ বসে থাকে
কোন সবুজ ঘাসের উঁচু করে থাকা মাথায়।
কখনো শিশির বিন্দু হয়ে, ধানের শীষে...
নয়তো জলে ভাসমান কোন পদ্মপাতায়,
কিংবা হিল্লোলিত কোন পুষ্প পাপড়িতে।


যেখানেই সে থাক, যেভাবেই থাক,
তার স্মৃতি রয়ে যায় এক মুগ্ধ কবির নয়নে।  
মৃদুমন্দ বাতাসে আন্দোলিত হতে হতে,
একটা সময় সে টুপ করে ঝরে পড়ে,
কিংবা বাতাসে বিলীন হয়ে যায় খরতাপে।  
কতই হ্রস্ব তার জীবন,
অথচ কতটা দীর্ঘক্ষণ
তার স্মৃতি মানুষের মনে ছায়া ফেলে রাখে!


(জগতের যে কোন সৌন্দর্য মানুষের মনকে প্রফুল্ল করে। সে সৌন্দর্যের স্থায়ীত্ব ক্ষণিক হতে পারে, তবে মানব মনে তার প্রভাব দীর্ঘস্থায়ী।)


ঢাকা
২২ জুলাই ২০১৮
সর্বস্বত্ব সংরক্ষিত।