কে কখন কোথায় কিভাবে ঝরে যাবে,
সবকিছুর দিন ক্ষণ ঠিক করা আছে।
প্রভুর অমোঘ আদেশ আছে বিলোপের  
যেমন আছে সৃষ্টির। যে পাতাটি ঝরার,  
সে বাতাস বইলেও ঝরবে, না বইলেও।
বৃষ্টি পড়লেও ঝরবে, রৌদ্র খরা হলেও।


এক ধারে বিবর্তন, আরেক ধারে ক্ষয়।
ক্ষয়িষ্ণু এ ধরাধামে নশ্বর এ মানবদেহ  
সরীসৃপের মত নিঃশব্দে এগিয়ে চলে,  
তার নিজস্ব বিবরের দিকে, অদৃশ্য লয়ে।  
আমরা কেউই তো নিশ্চিত হতে পারিনা,
কোথায় কিভাবে হবে সেই শেষ ঠিকানা!    


যেখানে, যেদিন, এবং যেভাবেই হোক-  
এই দেহ ক্ষয়ে ক্ষয়ে মিশে যায় একদিন
সর্বভূক মাটির সাথে। স্মৃতির নামফলক,
ভালোবাসা জড়ানো কিছু ফুলের স্তবক,
অথবা মায়াবী কোন চোখের ক’ফোঁটা জল,
সবই মিশে যায়; রয়ে যায় শুধু কর্ম নির্মল।    


ঢাকা
১০ এপ্রিল ২০১৬