তোমার কন্ঠ আমাদের অন্তর ছুঁয়ে যেত।
তোমার আঙুলগুলোর যাদুর পরশে
রূপোলী গীটারের কয়েকটি তারে
যে সুরের ঝংকার উঠতো নিশিরাতে,
সে আঙুলগুলো আজ
কি যেন এক মৌন অভিমানে
অসাড়, অনমনীয়, অনুভূতিহীন হয়ে আছে!


তোমার কন্ঠের সেই উত্তাল তরঙ্গ
আজ হঠাৎ করেই নিস্পন্দ হয়ে গেল!
তুমি একটু ভালবাসার অধিকার চেয়েছিলে,
সেই তুমি নিজেই লাখো মানুষের ভালবাসায়  
ভেসে চলেছো আজ নিরন্তর মৌনতায়!


তুমি একা একা
এক আকাশের কিছু তারা গুণতে চেয়েছিলে।
আজ তোমার আকাশে এত ভালবাসার তারা
জ্বল জ্বল করে জ্বলছে, অথচ-
তোমার দুটো চোখ আজ নিস্পন্দ, নিষ্পলক!


উত্তাল তারুণ্যের আড়ালে
কিছু কষ্ট তুমি লুকিয়ে রেখেছিলে গোপনে।
সে কষ্ট আজ ছড়িয়ে পড়েছে
লক্ষ হৃদয় প্রাণে।


আজ সবার সাথে প্রার্থনায় প্রভুর তরে মিনতি,
কষ্টহীন হোক তোমার ওপারের জীবন।
ভালবাসার তারা হয়ে তুমি জ্বলে থেকো
আমাদের হদয়-আকাশে আজীবন অমলিন।


ঢাকা
১৮ অক্টোবর ২০১৮
সর্বস্বত্ব সংরক্ষিত।