একদিন আমাদের মত তোমরাও দু’পায়ে দাঁড়াতে,
চলতে ফিরতে, হাঁটতে দৌড়াতে,
তোমাদেরও আমাদের মত কখনো কখনো
সংসার সামলাতে নাভিশ্বাস উঠতো, মনটা ক্ষিপ্ত হতো।    
আজ তোমরা সকল জাগতিক দায়িত্বের ঊর্ধ্বে,
সকল মানবিক অনুভূতির ঊর্ধ্বে। আমরা আজও হাঁটি,
তোমরা কাপুরুষ দেশদ্রোহীদের মারণযজ্ঞে
নির্মম মৃত্যুতে একত্রিত, নিস্তব্ধ, শান্ত, সমাহিত হলে!
    
হায়, জীবন বয়ে চলে নিরবধি, আপন গতিতে।
কখনো কি আমরা পিছু ফিরে তাকাই,  
দেখতে, তোমরাও সাথে আছো কিনা?
বুকে হাত দিয়ে বলতে পারবো না,  
তোমাদের কোন খোঁজ করেছি,
তোমাদের পরিবারের কোন খোঁজ নিয়েছি,
বছরের কেবল একটি দিন ছাড়া, পঁচিশে ফেব্রুয়ারী!
অথচ একদা ফায়ারম্যান লিফটের সময় ভাবতাম,
এভাবেই আমরা দৌড়ে বয়ে নিয়ে বেড়াবো আজীবন,
একে অপরকে, যে কোন প্রয়োজনে, বিপদে আপদে!  


(২০০৯ সালের পঁচিশে ফেব্রুয়ারী তারিখে দেশদ্রোহী আততায়ীদের মারণযজ্ঞে নিহতদের ও তাঁদের পরিবারবর্গের স্মরণে লিখিত। মহান আল্লাহ রাব্বুল ‘আ-লামীন তাঁদের প্রত্যেককে শহীদের মর্যাদা দান করুন এবং তাদের পরিবারবর্গকে সুরক্ষা করুন!)


মেলবোর্ন, অস্ট্রেলিয়া
২৫ ফেব্রুয়ারী ২০২০