সূর্যটা শেষমেষ
সাগরের তরল বুকেই ডুবে যায়!
আগুনের ফুলকিগুলো
শেষমেষ নিভে গিয়ে  জলে মিশে যায়।


কী হবে কাঠিন্য দিয়ে,
তারল্যের বুকেই যদি লিখা থাকে
শেষ ঠিকানাটা।
সব কিছু দ্রবীভূত হয়,
যদি ভালো করে জানা থাকে রসায়নটা।


দিগন্তে যে সূর্যটা হারিয়ে যায়,
ভূঁই ফুঁড়ে সে আবার বের হয় পরদিন।
আবার আলো জ্বালে, উত্তাপ ছড়ায়,
দিন শেষে অবশেষে আবারো ঢলে পড়ে,
কোনো দুর্লঙ্ঘ্য পাহাড়ের বুকের ভাঁজে,
অথবা কোনো সাগরের অতল তলে।


কী হবে এত আগুন জ্বেলে,
নিভে যাওয়াটাই যদি হবে শেষ পরিণতি?


ঢাকা
০৮ মে ২০১৫
স্বর্বস্বত্ব সংরক্ষিত।