শুনেছি, কবিদের অনেক অনেক দুঃখ থাকে।
আমার কোন দুঃখ নেই, কোন অনুতাপ নেই।
তাই বলা চলে, আমি হয়তো কোন কবিও নই।
তবে কেন জানি, কেউ সন্তাপে আক্রান্ত হলে  
আমি অতি সহজেই খুব ভারাক্রান্ত হয়ে যাই।  


কেন জানি, বেদনাহতদের দেখলে নিমেষেই
আমি সমব্যথী হয়ে যাই। কিছু করি বা না করি,
ওদের দুঃখের কথা চুপ করে শুনে যাই। ওদের
জীবন কাহিনী নিয়ে লিখতে চেষ্টা করি। আমি
কবি নই, তাই পারিনা লিখতে ওদেরকে নিয়ে।


আমি কোন কেউকেটা ব্যক্তি নই, বড় মাপের
দেশপ্রেমিকও নই। তবু কেন জানি, দেশের ঐ
লালসবুজ পতাকাটাকে কোথাও পতপত করে
যখন উড়তে দেখি, তখন অবলীলায় আমার এ
মনটাও দুলে ওঠে, চোখ থেমে যায় লাল বৃত্তটায়।


যখন কোন দেশাত্মবোধক গান শুনি, সে গান
তখন বেজে ওঠে সহস্র সুরে আমার অন্তরে।
তার অনুরণন বেজে চলে আমার ভেতরে ভেতরে।
আর তখন কেন জানি আমার চশমার দু'টি কাঁচে
পৃথিবীর সব কুয়াশা যেন হঠাৎ করে নেমে আসে!


ঢাকা
১৮ ফেব্রুয়ারী ২০১৫
সর্বস্বত্ব সংরক্ষিত।