জীবনের সঞ্চয় আমার বেশী কিছু নেই,
কিছু কিছু ছোট ছোট সফলতা ছাড়া,
যা সবারই কিছু কিছু থাকে।
তবে বেশ বুঝি,
বিকেলে ভোরের ফুল ফোটার নয়!
যদিও রাতের কুসুমও বেশ সৌরভ ছড়ায়,  
কিন্তু সেটাও তো আর ফোটাতে পারছি না!


জীবন পথে উৎকীর্ণ মাইল ফলকগুলো,
কিছু ছোঁয়া যায়, কিছু অতিক্রম করা যায়,
আর কিছু আজীবন অধরাই থেকে যায়।
সৃষ্টিশীলতার শেষ চক্রে এখন আমার জীবন,  
এখন নতুন করে কিছু অর্জনের সময় নেই।

বড় দেরী করে শুরু করেছি কবিতা লেখা,
ভাবনার ঝুড়িটাতো আজীবন ভরপুরই ছিল।
তবুও কলম চলেনি।
এখন হাতে আছে সময় এন্তার,
অবসাদহীন অবসর আছে; তাই সন্তুষ্টচিত্তে
নিরিবিলি লিখে চলি মনের একান্ত যত ভাবনা,
কিছু তার কবিতা হয়ে ওঠে, আর কিছু হয়না।
      


ঢাকা
১২ অগাস্ট ২০২২