আকাশের বুকে যখন জ্যোৎস্না ভাসে,  
আর চতুর্দশীর চাঁদ দূর থেকে হাসে,
আমরা সবাই তখন আকাশটা দেখি,
জানালার পরদা গুলো সরিয়ে রাখি।


মেঘের সাথে চাঁদের লুকোচুরি খেলা
সময় করে সানন্দে দেখি নিশি বেলা।  
কৌমুদীর আলোয় ভাসে বিশ্বচরাচর
জানালা গড়িয়ে আসে কক্ষের ভেতর।    


একটি নতুন চাঁদ যখন পশ্চিমাকাশে,  
তৃপ্ত শিশুর মত ফোকলা হাসি হাসে,
যদিও বা পড়ে সেটা চোখের নজরে,
আমরা দৃষ্টি ফেরাই, অবহেলা করে।  


শুরু নয়, আমরা কেবল পরিণতি চাই,
কুঁড়ি নয়, আমরা বিকশিত পুষ্প চাই!  


ঢাকা
১৯ অগাস্ট ২০২০