অদ্যাবধি পৃথিবীতে যত কবিতা লেখা হয়েছে,
যদ্দেশে যেখানে যত জানা বা অজানা ভাষায়,
কিংবা লেখা না হলেও কবি মনে ধ্বনিত হয়েছে,
কিংবা কবির দৃপ্ত কন্ঠে উচ্চারিত হয়েছে,
তার প্রতিটি অক্ষর যেন হৃদয়ের গলিত নির্যাস!
প্রতিটি যতিচিহ্ন যেন শ্বাসনালীর তপ্ত প্রশ্বাস!
প্রতিটি শব্দ যেন একেকটি প্রবাহমান ইতিহাস!
কবির কবিতায় মানুষ খুঁজে পায় কালের বিন্যাস।


হোক না সে কবিতাটি কেবল আনন্দের হর্ষধ্বনি,
কিংবা নিটোল প্রেমের গল্প বা কোন ব্যথার বোল,  
তার সবটুকু উঠে আসে কবির হৃদয় মাড়িয়ে,
তার সবটুকু ছড়িয়ে যায় চতুর্দিগন্ত পেরিয়ে,
অনন্ত মহাশূন্যে তারা করে নেয় ঠাঁই,
সেখানে রয়ে যায় তারা অনন্তকাল ধরে,
নশ্বর দেহের ভেতর আছে যে অবিনশ্বর মন,
সে মনের একান্ত সাফাই সাক্ষী হয়ে।


ঢাকা
০৯ ফাল্গুন ১৪২১
একুশে ফেব্রুয়ারী ২০১৫
সর্বস্বত্ব সংরক্ষিত।