সুতানুটি ঝর্নাদি’কে বলেছিল,
‘টাচ এ থাকুন’!
সেই থেকে ঝর্নাদি’র কি যে হলো!
মনে, মননে, অবয়বে আর অনুভবে
একটি কোমল কথা এসে দাঁড়ায় নীরবে
‘টাচে থাকুন’ - মায়াময় এক পরশ নিয়ে!


ঝর্নাদি’র চোখের ঘুম হাওয়া হয়ে যায়।
সেই ছোট্ট একটি কথায়, যা তাকে-
বারে বারে ক্ষণে ক্ষণে উতলা করে যায়!
ছোট্ট প্রজাপতির মত পাতলা পাখা মেলে
ঘুরে ঘুরে উড়ে উড়ে বেড়ায় ঘরময়!
ঝর্নাদি ভাবেন মনে বসে নিরালায়-
কিচ্ছু টাচ না করেও একটি ছোট্ট কথা
মানুষকে কি নিবিড়ভাবে ‘টাচ’ করে যায়!


ঢাকা
১৭ পৌষ ১৪২৫
৩১ ডিসেম্বর ২০১৮