পড়ন্ত বিকেলের শেষ রোদ্দুরটুকু ভালো লাগে।
সোনালী সূর্যটা রক্তিমাভা ধারণ করার আগেই,
দখিনের থাই এলুমিনিয়াম জানালার পাশে দাঁড়াই,
দৃষ্টি মিলিয়ে দেই সবুজ বৃক্ষাদির শাখা প্রশাখায়।
নিবিষ্ট মনে দেখি ক্লান্ত পাখিদের ঘরে ফিরে আসা,
সবুজ টিয়াদের ঝাঁকে ঝাঁকে এসে সবুজ গাছে বসা।


গোধূলির শেষ আলোটুকু দেখতে বড় ভালো লাগে,
দিনান্তের শেষ আয়োজনে প্রকৃতির অপূর্ব সমন্বয়।
ক্লান্ত মানুষের ন্যায় পাখিরাও নিজ ঘরে ফিরে আসে,
আঁধার নামার আগেই যে যার ঘরের সামনে বসে
নিমগ্ন কোরাসে দিনের শেষ বন্দনাটুকু গেয়ে নেয়।
আঁধার ঘনালে সাথীটারে পাশে নিয়ে ঘুমিয়ে যায়।


গোধূলির আলোটুকু যেন হঠাৎ করেই মিলিয়ে যায়
এভাবেই হয়তো একদিন আমিও শূন্যে মিলিয়ে যাব।
সন্ধ্যা ঘনায়ে এলে মানুষের ঘরে ঘরে বাতি জ্বলে,
পাখিদের নীড়ে থাকে শুধুই নিকষ কালো আঁধার।
গভীর নিশীথে যখন যাপিত জীবনের কোলাহল থামে,
তখনই সময় ভাবার, কোথায় আলো, কোথায় আঁধার।


ঢাকা
০১ মে ২০১৫
স্বর্বস্বত্ব সংরক্ষিত।