কোন এক মায়াবতীর কথা জানি,
মায়াবী দু'চোখে কত কিছু দেখে,
আর একা একা ভালোবাসে।
ভালোবাসার কথা মনে হতেই,
লজ্জাবতীর পাতার মত গুটিয়ে যায়।
ভালোবাসার প্রথম পুরুষটি তার
হারিয়ে গেছে অনেক আগেই,
ভালোবাসার একটি ফুল উপহার দিয়ে।


ও দুটো চোখে
একে ওকে কত কাকে তার ভালো লেগে যায়,
গোপনে বেঁধে রাখে তাকে প্রেমের মায়ায়।
স্বপ্নের জাল বুনে একা একা, নৈঃশব্দের ছায়ায়।
ও দুটো ওষ্ঠাধরে,
একদা যেখানে বাসা বাঁধতো ফেনিল চুম্বন,
যখন তখন,
কতদিন লাগেনি আর কোন ভালোবাসার ছোঁয়া!


চিকণ চিবুকটিতে তার কতদিন দেয়নি কেউ
চারটে আঙুলের একটু আলতো পরশ,
তার কোন কপট অভিমানে। কারো কাঁধে সেটা
থিতু হয়ে বসেনি কতকাল, উষ্ণ আলিঙ্গণে বেঁধে।
তবুও ও চোখে সে প্রতিদিন কাজল মাখে,
কখনো স্বপ্ন দেখে, কখনো নীরবে কাঁদে।
পদ্মকোমল মুখটিতে সে কত সাধে প্রসাধন মাখে,
আর উদাস দৃষ্টি মেলে কত না সেলফি তুলে রাখে!


ঢাকা
০৪ জানুয়ারী ২০১৬
সর্বস্বত্ব সংরক্ষিত।