মায়ার কারাগারে এক স্বেচ্ছাবন্দী কয়েদি আমি,
ইচ্ছে করলেই বের হয়ে আসতে পারি না।
এই মায়া আমাকে অনেক ভাবায়, অনেক কাঁদায়।
আমার কবোষ্ণ হৃদয়ে মায়া ঘুমিয়ে থাকে।
কখনো একান্তে স্বপ্ন দেখায়, আবার-
কখনো জেগে উঠে, জাগিয়ে তুলে প্রলয় ঘটায়।  


মায়ার ইন্দ্রজালে বাঁধা এক স্বপ্নাবিষ্ট পর্যটক আমি,  
কখনোই আমি এ নিবিড় বাঁধন ছিন্ন করতে চাই না।  
নিভৃতে নীরবে মায়ায় মায়ায় হেঁটে বেড়াতে চাই,
দিন শেষে ক্লান্তিতে মায়ার বুকে ঘুমিয়ে পড়তে চাই।     


ঢাকা
১১ এপ্রিল ২০২১