খাঁচার ভেতরে আবদ্ধ একটি পাখি,
স্থির দৃষ্টিতে তাকিয়ে দেখে নীলাকাশ।
উড়ে যাওয়া পাখি দেখে দেখে ক্লান্ত হয়।
কি আশ্চর্য! কখনো সে মুক্ত হতে চায় না।


খাঁচার অধিকারী তাকে দু'বেলা খাবার দেয়।
সে খাবারের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে,
ঠোঁট ছুঁয়ে কখনো খায়, কখনো খায় না।
কি আশ্চর্য! কখনো সে অনশন করে না।


গাছের পাখিরা, কার্নিসে বাসা বাঁধা পাখিরা
যখন মনের সুখে হঠাৎ গান গেয়ে ওঠে,
তখন তারও খুব ইচ্ছে হয় গলাটা মেলাতে।
কি আশ্চর্য! তার ডাক শোনা যায়, গান নয়।


ঢাকা
২৯ সেপ্টেম্বর ২০১৪
সর্বস্বত্ব সংরক্ষিত।