তুমি নারী,
ভালবাসা তোমার সহজাত প্রবৃত্তি;
ভালবাসার আকর্ষণে তুমি যেমন ব্রততীর মত
তরতর করে ঊর্ধ্বারোহণ করতে পারো,
তেমনি বেতস লতার মত নুয়ে পড়তে পারো।
তোমার হৃদয় এক কৃষ্ণ কষ্টিপাথর,
সে পাথরে তুমি যাচাই করে নিতে পারো
ভালবাসার মান, মূল্য ও সারবত্তা।    


তুমি শিল্পী,
তুমি পুরুষের ভালবাসা প্রত্যাশী।  
তুমি ভালবাসার স্থূল অভিপ্রায়সমূহকে  
শৈল্পিক পূর্ণতা দাও সঙ্গীত আর নৃত্যকলায়।
অতীন্দ্রিয় স্পৃহাকে মূর্ত করো সূক্ষ্ম দ্যোতনায়।
তুমি ভালবাসাকে কামনা কর, কালজয়ী কর,  
শ্রদ্ধা কর, ভক্তি কর, লালন কর, উৎসর্গ কর।  
ভালবাসা তোমার হৃদয়ে, ইন্দ্রিয়ে, রন্ধ্রে রন্ধ্রে!


তুমি ভালবাসার দেবী,
তোমার কাছে ভালবাসার কোন প্রভেদ নেই।  
শিশুর ভালবাসা, যুবকের ভালবাসা, প্রৌঢ়ের,
বৃদ্ধের, সবার ভালবাসাকে তুমি বুকে তুলে নাও।
সবাই তোমার ভালোবাসায় একটু ঠাঁই পেতে চায়।  
তুমি হাসিমুখে তাদের সবাইকে বরণ করে নাও।
এ তোমার অনন্য এক গরিমা। এ গুণের কারণেই
তুমি ‘ভালবাসার দেবী’ হিসেবে আজ আখ্যায়িতা!



ঢাকা
২৩ জুলাই ২০২০