সাগরের বুকে ভেসে চলেছিল একটি জাহাজ।
জাহাজের পিছে পিছে উড়ছিল কয়েকটা পাখি।
একটা হঠাৎ এসে বসে পড়লো মাস্তুলের উপর।  
মনে হলো, আহার সন্ধানে তার কোন ইচ্ছে নেই।  


জাহাজের মাস্তুলে বসা উড়ে আসা সেই পাখিটা
ওড়াউড়ির বদলে কি নিরুদ্বেগে ভেসে চলেছিল!  
পাখিটা কি ক্লান্ত ছিল? নীড়হারা? ভাগ্যবিড়ম্বিত?
কোন দিকে কেন তার ভ্রূক্ষেপ নেই, আগ্রহ নেই?    


ধ্যানমগ্ন সেই পাখির দৃষ্টি ছিল নির্লিপ্ত, নির্বিকার।  
সুদূর প্রসারিত নয়, আবার সন্নিকটেও নিবদ্ধ নয়।
যার নিজ ডানায় ভর করে ওড়ার কথা, সে এমন
ঋষির মত কেন ধ্যানমগ্ন হলো, তা কেউ জানেনা।    


ঢাকা
২৭ অক্টোবর ২০১৮  
সর্বস্বত্ব সংরক্ষিত।