শরবিদ্ধ ঘুঘুর ন্যায় প্রেমাক্রান্ত অবোধ ছেলেটা
আহত ডানা নিয়ে কোনমতে ফিরে এসেছিলো।
ধরণীতলে ধপাস হয়ে যাবে বলে যারা ভেবেছিলো,
আপাততঃ তাদের মুখে যেন ছাই পড়ে গেলো!


এমন ডানাভাঙ্গা পাখিকে কেউ শুশ্রূষা করেনা,
প্রকৃতি মায়ের কল্যাণে যদি বেদনার উপশম হয়,
তবে হলো, নয়তো শরীরে ধীরে ধীরে পচন ধরে,
প্রকৃতির কোলে একদিন টুপ করে ঝরে পড়ে।


শরবিদ্ধ পাখির প্রস্থানে কেউ অশ্রুপাত করেনা,
পাখিদের সংসদে পাশ হয়না কোন শোক প্রস্তাব।
নীরবে অশ্রুপাত করে তারা চলে যায় নিজ কাজে,
ললাট লিখন মেনে নিয়ে দিন শেষে ফিরে সাঁঝে।


ঢাকা
২৩ জুলাই ২০১৫
সর্বস্বত্ব সংরক্ষিত।