আরোহী বিহীন রিক্সা কিংবা খোলা ভ্যান থেকে
যখন স্বয়ংক্রিয় একটি যান্ত্রিক ঘোষণা ভেসে আসে-  
‘একটি শোক সংবাদ’ -- ইত্যাদি ইত্যাদি,
আমি তখন আর আগের মত
কান পেতে উদগ্রীব থাকি না এ কথা জানতে-
হায়! কে চলে গেল!


ভেবে নেই--  
যার সময় হয়েছে যাবার, সেই চলে গেল!  
এ এক অমোঘ নিয়তি, অলঙ্ঘনীয়।
আমি শুরু করি আমার প্রস্তুতি,
সে পরিচিত হোক কিংবা অপরিচিত,
শ্রদ্ধায় ভালবাসায় তাকে শেষ বিদায় জানাতে।  


শিশু যেমন নিষ্পাপ, শবও তেমন ভালোমন্দের ঊর্ধ্বে।  
মাঝখানের জীবনে কেউ ব্রতচারী, কেউ ভ্রষ্টাচারী।
কারো চিরপ্রস্থানের সময়
কে ভাল, কে মন্দ তা নিয়ে আমি ভাবি না।
আমি ভাবি, তিনি আমাদের সহযাত্রী ছিলেন,
সকলের অমোঘ গন্তব্যে তিনি শুধু অগ্রগামী হলেন!  


ঢাকা  
১৭ জুন ২০১৮
সর্বস্বত্ব সংরক্ষিত।