অচেনা পথ ধরে পথিক হেঁটে চলে আনমনে,
তার জানা নেই, পথের শেষ প্রান্ত টা কোথায়।
তবু সবার সাথে সে পথ চলে, কখনো স্বেচ্ছায়
কখনো বা অনিচ্ছায়। পথের শেষ খুঁজে খুঁজে
ক্লান্ত হয়ে অবশেষে পৌঁছে যায় পথের প্রান্তে।
চোখ দুটো তার ক্রমে ভারী হয়ে আসে তন্দ্রায়,
একটু একটু করে, তারপর বুঁজে যায় চিরতরে।


আবার অনেকে ক্লান্ত হবার আগেই চলে যায়।
পথ চলতে চলতে আচমকা প্রান্তে পৌঁছে যায়।
পথের শেষ নিয়ে ওরা কখনো ভাবার আগেই-
পথ বলে দেয় গন্তব্য এসে গেছে, এখন ঘুমোও।
নিমীলিত দু'নয়নে ওরা অবিলম্বে ঘুমিয়ে পড়ে।


আমিও চলিষ্ণু কাফেলার এক নিমগ্ন পথিক।
ঝুলিতে ভরে নিয়েছি কর্মের অদৃশ্য ফলাফল।
যেদিন পথের শেষ প্রান্তে পৌঁছে যাব, সেদিন
শিয়রে ঝুলিটা খুলে রেখে নিশ্চিন্তে ঘুমোতে চাই।


ঢাকা
০৮ সেপ্টেম্বর ২০১৮
সর্বস্বত্ব সংরক্ষিত।