পক্ষীশাবকেরা একবার ওড়া শিখে গেলে,
পক্ষীমাতার আর কোন চিন্তা থাকেনা।
তারা কী খাবে না খাবে,
কোথায় যাবে না যাবে,  
এ নিয়ে তাকে
আর কখনোই ব্যতিব্যস্ত হতে হয়না।


মনুষ্য সন্তানেরা যত বড়ই হোক,
তাদের মায়ের চিন্তা যেন পিছু ছাড়েনা।
সকালে উঠেই তাকে ভাবতে হয়,
তারা কী খাবে না খাবে,
কোথায় যাবে না যাবে,
এ নিয়ে থাকে তার নিরন্তর ভাবনা!  


সন্তান সময় মত বাড়ী ফিরে না এলে,
মনুষ্য মাতার মুখে দেখা দেয় চিন্তার রেখা।
একবার পক্ষীশাবক আকাশে উড়ে গেলে,
শঙ্কাহীন পক্ষীমাতাও চলে যায় পাখা মেলে।
এ নিয়ে থাকেনা তার আর কোন যাতনা,
অথচ মনুষ্য মাতার চোখে ঘুম আসেনা!


ঢাকা
১৮ মে ২০১৫
স্বর্বস্বত্ব সংরক্ষিত।