পাখি, তুমি গাওনি কেন গান?
হঠাৎ করে উড়াল দিয়ে
আসলে তোমার পুচ্ছ নেড়ে
তোমায় দেখেই ধুকপুকিয়ে
উঠলো যে তার প্রাণ।
অধীর হয়ে থাকলো চোখের
দুই পাশে দুই কান!
পাখি, তুমি গাওনি কেন গান?


এদিক সেদিক তাকিয়ে দেখে
গানটি তোমার গোপন রেখে
পাখনা দুটো হাওয়ায় মেলে
মারলে যে এক টান!
লক্ষ্য তোমার দূর গগনের
নীল সাদা আসমান।
বুঝলেনা তো কাঁদলো কত
সেই অভাগার প্রাণ!


পাখি, তুমি গাইলে নাতো গান!


ঢাকা
১৫ অগাস্ট ২০১৫
সর্বস্বত্ব সংরক্ষিত।