পাখিরা ভোলে না, মানুষেরা ভোলে  



পাখিরা তাদের সাথিদের কখনো ভোলে না,  
মানুষেরা ভোলে।
পিঞ্জরের পাখি তার সাথিকে পিঞ্জরে ফেলে  
আকাশে ওড়ে না,
উড়লেও ত্বরিত ফিরে আসে চলে,
ফিরে এসে তার সাথে কত কথা বলে!  


মানুষেরা ভুলে যায়,
সাথিদের ফেলে তারা একা উড়ে যায়,
দূরে যায় চলে।  
আশা নিরাশার দোলে,
পথ চেয়ে বসে থাকা নীরব সাথি তার
ক্লান্ত হয়ে ঘুমিয়ে থাকে নিরাশার কোলে।  


ঢাকা
২২ নভেম্বর ২০২১