রাতদিনতো ডুবেই আছি, তোমার মাঝে।
তাই দুই দুইবার হিসেব করি সকাল সাঁঝে,
কি হলো আর কি হলোনা জোগাড় যন্তর,
রাখতে ভরে সন্তুষ্টিতে তোমার অন্তর।


তারপরেও মিস হয়ে যায় ফাঁক ফোকরে,
বাদ পড়ে যায় অনেক কিছুই অগোচরে।
ঘরে ফিরেই বুঝতে পারি, কাজ সেরেছে,
তাই লিস্টি করি কি কি সব বাদ পড়েছে।


ধানাই পানাই করে কোন লাভ হবেনা,
জানি বলেই অজুহাতের ধার ধারিনা।
সোজা সাপ্টা বলেই ফেলি মাথায় আমার,
স্মৃতিভ্রমের স্থায়ী নিবাস হচ্ছে তৈয়ার।


এই কথাটা শুনেই তুমি ভাবতে থাকো,
তুচ্ছ জিনিস ভোলার মাশুল হবে কত?
ভুলে যাওয়া স্মৃতি যদি আর নাই ফিরে,
থাকবে তুমি কেমন করে একই নীড়ে?


ঢাকা
০২ মার্চ ২০১৪
সর্বস্বত্ব সংরক্ষিত।