ভরা যৌবনেও যে বাঙালি কবিগুরুর সন্ধান পায়নি,
তার চিত্তের মাঝে দৈন্য আছে, কিছু সমস্যা আছে।
কিশোর বয়সে যে বাঙালি তার কবিতা কিংবা 'গল্পগুচ্ছ'
পড়েনি, সেতো জানলোনা সে কতটা আত্মবঞ্চিত হয়েছে।
প্রেমে পড়েও যে বাঙালি প্রেমিকের চিত্ত রবীন্দ্র সংগীত শুনে
দোলায়িত হয়নি্‌, সত্য সুন্দরের সন্ধান করেনি, অসত্যের
প্রতিবাদ করেনি, নদী ও জ্যোতস্নাকে ভালোবাসেনি, বিরহী
পাখীর গানে প্রিয়ার কন্ঠ শোনেনি, তার কিছু সমস্যা আছে।


যে কিশোরী তার ভ্রু প্লাক করে অন্তহীন অপেক্ষায় থাকে, শুধু
এটুকু দেখার জন্য যে তার পছন্দের লোকটি তা দেখলো কিনা,
আর সে নির্লিপ্ত ও বেখেয়ালী হলে শেষ পর্যন্ত নিজেই তা বলে ফেলে,
তার চোখের ভাষা পড়তে হলেতো কবিগুরুর কবিতা জানা চাই।
পরম আবেগভরে যখন সে একটু আলতো স্পর্শ চায় তার গালে,
তার সে চাওয়া বুঝতে হলে একটা প্রেমিক মন থাকা চাই।
ইন্দ্রিয়াতীত টেলিপ্যাথিতে যে প্রেমিক প্রেমিকার চিত্ত সংকেত শুনতে
পায়না, বুঝতে হবে নিঃসন্দেহে, তার চিত্তে কিছু সমস্যা আছে।


নিউ ইয়র্ক সিটি, ইউ এস এ।
১৪ জুন ২০১৩
সর্বস্বত্ব সংরক্ষিত।