'আগলি ডাকলিং' থেকে উড়ন্ত বলাকা হতে,
সময়টুকু তোমার খুব দ্রুতই পেরিয়ে যায়।
ঘড়ি ধরে কেউ বসে থাকেনা, বয়স গণেনা।
তাই এতদিন পর তোমাকে দেখে হঠাৎ সে
নিদারুণ চমকে উঠেছিলো। শাড়ীর প্যাঁচে
যেদিন প্রথম তুমি নিজেকে আবদ্ধ করেছিলে,  
বেতস লতার মত কিছুতে জড়াতে চেয়েছিলে,
সেদিন সবকিছু যেন কেমন মনে হয়েছিলো।
পা দুটো আড়ষ্ট হয়ে হাঁটুতে লেগে যাচ্ছিলো।
তোমার চোখ দুটো যাকে নিরন্তর খুঁজছিলো,
তাকে দেখতে পেয়েই তোমার কালো চোখের
তারা দুটো উর্বশী নর্তকীর মত নেচেছিলো।
হংস গ্রীবার মত গলাটাও কিছু উঁচু হয়েছিলো।  
চোখে ছিল অনুচ্চারিত আহ্বান, শপথ সমান।  
বাক্যবিহীন, তবে সংশয়হীন, নিঃশব্দ আশ্বাস।


ঢাকা
২৪ ফেব্রুয়ারী ২০১৩
কপিরাইট সংরক্ষিত।