পথ চলতে চলতে যদি পিছলে পড়ি,
হাত ধরো, অন্ততঃ একটি হাত।
আবার উঠে দাঁড়াবো, ঘুরে দাঁড়াবো।

ভুল পথে যদি কখনো পা বাড়াই,
শুধু একটি হাত ঊঠিয়ে ইশারা করো,
নিমেষেই বুঝে নিব, ফিরে আসবো।

একান্তে যদি কখনো কিছু বলতে চাও,
আলতো করে শুধু হাতটি ধরো,
বুঝে নিব, বলার আগেই বুঝে নিব।

ঘুমের মাঝে যদি কোন বার্তা দিতে চাও,
আলগোছে হাতটি শুধু একটু ধরে রেখো,
নিমেষেই চোখ খুলে মনযোগ দিব।

ভাষার ঘাটতি যদি কখনো বাধা হয়ে দাঁড়ায়,
হাতটি ধরে চোখের দিকে তাকিও,
চোখ ও হাতের ভাষা চটজলদি বুঝে নিব।

অন্তিম শয্যাশায়ী হলে, যদি বাকহারা হয়ে যাই,
ভালবাসার পেলবতায় শুধু হাতটি ধরে রেখো,
চলে যাবো, নয় ফিরে আসবো, হাসতে হাসতেই!


আদিতমারী, লালমনিরহাট
১২ আগস্ট ২০১৩
সর্বস্বত্ব সংরক্ষিত।