মাঝে মাঝে বিস্ময়ে হতবাক করে দিয়ে,
মনের কোণে ভেসে ওঠে তোমার ছবি।
যে ছবি নীরবে কত কথা বলে যায়,
তার কথা শোনার আকুতি জানিয়ে যায়।


বাঙ্ময় দুটো চোখ, উদাস, অতলান্ত।
কখনো মনে হয়, জিজ্ঞাসু, দিকভ্রান্ত।
যে চোখে দেখি স্নিগ্ধ প্রেমের নীরবতা,
আর বঙ্গনারীর সহজাত গভীর মমতা।


কিংবা মনে হয়, নৈশপ্রহরীর টর্চলাইট,
বিবেকের বেত্রদন্ড, ঈশ্বর প্রেরিত দূত,
নীরবে দৃকপাত করে, সব মনে রাখে,
কথা না বলেও যেন কথা বলে থাকে।


চোখের উপরে ভ্রূর নিখুঁত পরিচর্যা
দেয় যেন ঝাউবনের ছায়ার আবেশ।
ধনুকের বাঁকা হাসি বেশ মনোলোভা,
লাল টিপটুকু মাঝে বাড়ায় শোভা।


ঢাকা
১৫ মে ২০১৪
সর্বস্বত্ব সংরক্ষিত।