কাল রাতে,
তোমার ঐ মনোসরোবরে, হঠাৎ করে,
কেউ কি মেরেছিল একটি ছোট্ট ঢিল ছুঁড়ে?
স্বপন দেখার আশে যখন জেগে ঘুমিয়েছিলে
কিছুটা তরঙ্গ কি গোপনে সাথে নিয়েছিলে?


কাল রাতে,
চোখের পাপড়িগুলো যখন কপাট লাগিয়ে
ঘুমের স্বপ্নরাজ্যে তোমায় নিয়ে গিয়েছিল,
কখনো কি তোমার মনের জানালা দিয়ে
উদাস বিলাসী একটি মুখ উঁকি দিয়েছিল?


কাল রাতে,
কেবল সেই কি কাটিয়েছে একটি নির্ঘুম রাত?
বারেবারে দেখেছে আকাশের ষোড়শী চাঁদ?
কখনো শুনেছে টিকটিকির সায় দেয়া কথা,
টিক টিক ঘড়ির হয়েছিলো একমাত্র শ্রোতা?


কাল রাতে,
তোমারও কি ঘটেছিল কোন ঘুমের ব্যাঘাত?
নাকি শুধু স্বপ্ন দেখে কেটে গেছে সারাটা রাত?
মনের অলিন্দে কি নেচেছিল কোন প্রজাপতি?
নিছক ভাবনা এসব, না মেলাই স্বাভাবিক অতি।


ঢাকা
১৭ মে ২০১৪
স্বর্বস্বত্ব সংরক্ষিত।