নারীর দুইটা চক্ষু আছে, যেমন আছে নরের,
মূল কাজটা একই হলেও, ফারাক মাঝে দুয়ের।
নারীর চক্ষু ভরাপুকুর, শাওন মেঘে ঢাকা,
নরের চক্ষু মরুভূমি, জলহীন, করে খাঁ খাঁ।


যতই থাকুক নরের দাপট ভিতর ও বাহির,
পণ সে করুক যতই কঠিন প্রসঙ্গে নারীর,
তার ধনুর্ভঙ্গ পণগুলো সব ভেঙ্গে হয় খানখান,
যখন নারীর গালে অভিমানে বহে অশ্রুবান।


নারীর অশ্রু নাইট্রিক এসিড, লোহাও গলে যায়,
নরের চোখে জল ঝরেনা, ঝাপসা হয়ে রয়।
নারীর চোখের লোনা জলে ভাঙ্গে নরের হিয়া,
যতই কাঁদুক জল ঝরেনা, নরের চক্ষু দিয়া।  


ঢাকা
১৫ মার্চ ২০১৪
সর্বস্বত্ব সংরক্ষিত।