মাঝে মাঝে কেন এমন হয়,
অকারণে মনটা ভারী হয়ে যায়,
কবিতা পড়তে ইচ্ছে করে, লিখতে নয়।


মাঝে মাঝে কেন এমন হয়,
কোলাহল ছেড়ে মনটা যেতে চায়  
কোন নিভৃত কোণায়, যেখানে তপস্যা করা যায়।  


মাঝে মাঝে কেন এমন হয়,
অতীতের স্মৃতি এসে মনে ভীড় জমায়,
জীবনের হালখাতার হিসেবগুলো মুছে দিতে ইচ্ছে হয়।


মাঝে মাঝে জানতে ইচ্ছে হয়,
শেষ কথাটা কী বলে যাবো, কাকে বলে যাবো?
শেষ গোসলটা কে করাবে? তাকে কি কখনো দেখবো?


ঢাকা
০৩ অক্টোবর ২০১৩
সর্বস্বত্ব সংরক্ষিত।