সব ভাল লাগার কথা বলা যায়না,
সব ভালবাসার কথা বলা যায়না,  
ভাল লাগার অনেক হিংসুটে শত্রু আছে,
ভালবাসারও তেমনি আছে বৈরী পক্ষ।
জীবনের কিছু কিছু ভাল লাগার কথা,
কিছু কিছু অনুভূত ভালবাসার কথা
আজীবন তাই গোপনেই চাপা পড়ে থাকে।
এসব অনুভূতির কথা আর বলা হয়না।


কবির মন হাওয়ায় ওড়ে,
ভেসে বেড়ায় দিগ্বিদিক, ঠিকানাবিহীন।
কখনো কখনো স্পন্দিত হয়, শিহরিত হয়,
অচিন কোন ঈথারীয় আহবানে।  
অথবা কোন কল্পিত অনুভবের দোলায়,
দিগভ্রান্ত নাবিকের ন্যায় কবি ভেসে বেড়ায়
সাগরের অথৈ জলে। তারপর ভাসতে ভাসতে
নিত্য খাবি খেতে থাকে কাগজের নৌকোর মত।


জলের গভীরতা না মেপেই যে কবি ফেলে দেয়
তার মনের নোঙর,
সাঁতার জানা থাকুক বা না থাকুক,
যে কবি অথৈ জলে ঝাঁপ দেয় নির্দ্বিধায়,
ঠিকানা জানার তার কোন প্রয়োজন নেই।
সাগরের অতলান্তে ডুবে গেলেও তার দুঃখ নেই।
জলের অতল তলে পাতানো সেই শীতল শয্যায়,
কবি ঘুমিয়ে থাকতে পারে শান্তিতে, বেলা অবেলায়।


ঢাকা
০৩ জুন ২০১৪
সর্বস্বত্ব সংরক্ষিত।